নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে দীর্ঘ চারমাস খেলা থেকে দূরে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে আশার বাণী হলো দিন দুয়েক আগে থেকে অনুশীলনে ফিরেছে ব্লাক-ক্যাপসরা। আর প্রথম দিন অনুশীলনে মাত্র আট ওভার বল করে অসুস্থ হয়ে পড়েছেন পেসার ট্রেন্ট বোল্ট।
১৯ জুলাই রবিবার থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ডের অনুশীলন পর্ব। এই পর্ব চলবে ২৪ জুলাই পর্যন্ত। অনুশীলন করার প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন বোল্ট যে কারণে দ্বিতীয় দিনের অনুশীলনে আর যোগ দিতে পারেননি তিনি। তবে জানানো হয়েছে মারাত্বক কোন কিছু নয় তবে সর্তকতা অবলম্বনে তাকে বিশ্রামে রাখার সিধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বোল্টের বিষয়টি নিশ্চিত করেছেন তারই সতীর্থ রস টেইলর। এ বিষয়ে টেইলর বলেন,”দীর্ঘদিন পর যেহেতু আমরা মাঠে নেমেছি সবারই একটু কঠিন লাগছে সবকিছু আগের মতো করে মানিয়ে নিতে। বোল্ট আট ওভার বল করেই অসুস্থবোধ করছিলো তারপর তাকে বিশ্রামে রাখা হয়েছে। আশাকরছি দু’একদিনের মধ্যেই সুস্থ হয়ে আবার অনুশীলনে ফিরবে সে।”
গত রবিবার বে ওভালে আট জন পুরুষ ক্রিকেটারের সাথে সাত জন নারী ক্রিকেটার ও অনুশীলন করেছে। এ অনুশীলন চলবে ২৪ জুলাই পর্যন্ত।
নিউজক্রিকেট/ এসএস