অধিনায়ক হিসেবে কোহলি ভারতকে কিছুই দিতে পারে নি!

নিউজ ডেস্ক »

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি ব্যাটসম্যান এবং দলনেতা হিসেবে বর্তমান বিশ্বে অন্যতম এতে কোন সন্দেহ নেই। তার নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দুর্বার গতিতে ছুটছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করছেন, অধিনায়ক হিসেবে কোহলি ভারতকে কিছুই দিতে পারে নি। গম্ভীরের এই কথার পেছনে কারণ হক কোহলি ব্যাটসম্যান হিসেবে একের পর এক রেকর্ড ভাঙলেও অধিনায়ক হিসেবে ভারতকে এখনো বড় কোন শিরোপা এনে দিতে পারেন নি।

দ্বিপক্ষীয় সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারলেও অধিনায়ক হিসেবে কোহলির আরো অনেক কিছুই অর্জনের বাকি আছে বলে মনে করেন কোহলি। সাবেক কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এবং জ্যাক ক্যালিসের ক্যারিয়ারে বড় কোন শিরোপার আক্ষেপের কথা মনে করিয়ে এই কথা বলেন গম্ভীর।

এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে গম্ভীর বলেন, ‘ক্রিকেট হল দলগত খেলা। আপনি নিজে অনেক রান করতে পারেন। ব্রায়ান লারা মত লোক আছে যারা শুধু অনেক রান করেছে। জ্যাক ক্যালিসের মত লোক কিছুই জিততে পারেনি। সত্যি কথা বলতে ভিরাট কোহলি অধিনায়ক হিসেবে এখনো কিছুই জিততে পারেনি। তার অনেক কিছুই অর্জন করার বাকি আছে।’

গত ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে ভিরাটের নেতৃত্বে ভারত সেমি থেকে ছিটকে যায়। এর আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে।

এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আপনি অনেক অনেক রান করতে পারেন। তবে আমার মতে যতক্ষণ পর্যন্ত আপনি ঐসব বড় শিরোপা জিতবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্যারিয়ারে পূর্ণতা আনতে সক্ষম হবেন না।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »