অজিদের কাছে ৫-০তে নাস্তানাবুদ পাকিস্তান

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

পাকিস্তানের ঘরের মাঠ সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকয়টিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে অজিদের কাছে তারা হেরেছে ২০ রানের ব্যবধানে।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতেই পায় উড়ন্ত সূচনা। অ্যারন ফিঞ্চ এবং উসমান খাজা মিলে গড়েন ১৩৪ রানের বিশাল জুটি। ফিঞ্চ ব্যক্তিগত ৫৩ রানে ফিরে গেলে শন মার্শকে নিয়ে আবারও ৮০ রানে জুটি গড়েন খাজা। ১১টি বল মোকাবেলা করা খাজা সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থেকে আরেক উসমানের বলে ইয়াসির শাহ’র হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এদিকে চারে নামা ম্যক্সওয়েল স্ট্রিমরোলার চালান পাক বোলারদের উপর। মাত্র ৩৩ বল মোকাবেলা করে ১০টি চার ও ৩টি ছয়ের সাহায্যে খেলেন ৭০ রানের অগ্নিঝরা ইনিংস। অপর প্রান্তে থাকা মার্শের ৬১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানের বিশাল পুঁজি পায় অজিরা।

রান পাহাড় তাড়া করতে নেমে দলীয় ১ রানে ওপেনার আবিদ আলি ফিরে গেলেও শান মাসুদকে সাথে নিয়ে ১০৮ রানের জুটি গড়ে জবাবটা ভালোই দেন হারিস সোহেল। মাসুদ সমান অর্ধশতক হাঁকিয়ে অ্যাডাম জাম্পার এলবিডব্লিউএর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন। অভিজ্ঞ উমর আকমল ক্রিজে যোগ দিয়ে ব্যক্তিগত ৪৩ এবং দলীয় ২৩৮ রানে আউট হলে এর এক রান পরেই ব্যক্তিগত ১৩০ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে বিদায় নেন হারিস সোহেল। শেষ দিকে অধিনায়ক ইমাদ ওয়াসিমের অপরাজিত ফিফটিও দলকে নিয়ে যেতে পারেনি জয়ের বন্দরে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস থামে ৩০৭ রানে।

এই ম্যাচ হারের ফলে পাঁচ ম্যাচ ওয়ানদে সিরিজের সবগুলো ম্যাচ হেরে অজিদের কাছে হোয়াইটওয়াশ হল পাকিস্তান।

স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ৩২৭/৭ (৫০ ওভার), খাজা ৯৮, ম্যাক্সওয়েল ৭০, মার্শ ৬১
উসমান ৪৯/৪, জুনায়েদ ৭৩/৩

পাকিস্তানঃ ৩০৭/৭, (৫০ ওভার), সোহেল ১৩০, ইমাদ ওয়াসিম ৫০*, মাসুদ ৫০
বেহারেন্ড্রফ ৬৩/৩, ম্যাক্সওয়েল ৪৫/১, লিয়ন ৫০/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »